Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কি সেবা কীভাবে পাবেন

১। গ্রামের  জনগন পানির উৎস এবং স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদের ওয়াটসন কমিটিতে আবেদন করেন

 

২। আবেদন পত্র গুলি যাচাই বাছাই করে বরাদ্দ অনুযায়ী ওয়াটসন কমিটি হতে চূড়ান্ত তালিকা নির্বাচন করেন এবং জেলা অফিসে প্রেরন করেন

 

৩। জেলা অফিস বার্ষিক বরাদ্দ অনুযায়ী দরপত্র আহবান এবং ঠিকাদার নির্বাচন করে কাজের কার্যাদেশ প্রদান করেন

 

৪।  কার্যাদেশ অনুযায়ী ঠিকাদার নির্বাচিত তালিকা মোতাবেক কাজ সম্পন্ন করেন

 

৫।  উপজেলা সহকারী / উপসহকারী প্রকৌশলী সর্বোপরি নির্বাহী প্রকৌশলী কাজগুলো সরজমিন পরিদর্শন করে জনগণের সেবা নিশ্চিত করেন  

 

বিভিন্ন ধরণের নলকুপ/পানির উৎস স্থাপন কাজের সহায়ক চাঁদার হার নিম্নরূপ

. অগভীর নলকুপ   টা:=১০০০/-(একহাজার) মাত্র।

. গভীর নলকুপ/গভীর তারা নলকুপ  টা:=৪৫০০/- ( চার হাজার পাঁচশত) মাত্র।

.তারা নলকুপ/মডিফাই তারা নলকুপ টা:=১৫০০/-( একহাজার পাঁচশত) মাত্র।

. পিএসএফ টা:=৩০০০/- ( তিনহাজার) মাত্র।

. রিংওয়েল টা:=২০০০/- (দুইহাজার) মাত্র।

.ভিএসএসটি/এসএসটি টা:=১৫০০/- (একহাজার পাঁচশত) মাত্র।

. বৃষ্টির পানি সংরক্ষণ টা:=১০০০/- (একহাজার) মাত্র।

 

অধিদপ্তরীয় ম্যাশন লেবার দ্বারা উৎপাদিত স্লাব রিং এর বিক্রয় মূল্য নিম্নরূপ:

. স্লাব প্রতিটি একক দর টা:=২০০/- (দুইশত) মাত্র।

. আরসিসি রিং প্রতিটি একক দর টা:=১২৫/- (একশত পঁচিশ) মাত্র।