কি সেবা কীভাবে পাবেন ১। গ্রামের জনগন পানির উৎস এবং স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদের ওয়াটসন কমিটিতে আবেদন করেন ।
২। আবেদন পত্র গুলি যাচাই বাছাই করে বরাদ্দ অনুযায়ী ওয়াটসন কমিটি হতে চূড়ান্ত তালিকা নির্বাচন করেন এবং জেলা অফিসে প্রেরন করেন ।
৩। জেলা অফিস বার্ষিক বরাদ্দ অনুযায়ী দরপত্র আহবান এবং ঠিকাদার নির্বাচন করে কাজের কার্যাদেশ প্রদান করেন ।
৪। কার্যাদেশ অনুযায়ী ঠিকাদার নির্বাচিত তালিকা মোতাবেক কাজ সম্পন্ন করেন ।
৫। উপজেলা সহকারী / উপসহকারী প্রকৌশলী সর্বোপরি নির্বাহী প্রকৌশলী কাজগুলো সরজমিন পরিদর্শন করে জনগণের সেবা নিশ্চিত করেন ।
বিভিন্ন ধরণের নলকুপ/পানির উৎস স্থাপন কাজের সহায়ক চাঁদার হার নিম্নরূপ: |
১. অগভীর নলকুপ টা:=১০০০/-(একহাজার) মাত্র। |
২. গভীর নলকুপ/গভীর তারা নলকুপ টা:=৪৫০০/- ( চার হাজার পাঁচশত) মাত্র। |
৩.তারা নলকুপ/মডিফাই তারা নলকুপ টা:=১৫০০/-( একহাজার পাঁচশত) মাত্র। |
৪. পিএসএফ টা:=৩০০০/- ( তিনহাজার) মাত্র। |
৫. রিংওয়েল টা:=২০০০/- (দুইহাজার) মাত্র। |
৬.ভিএসএসটি/এসএসটি টা:=১৫০০/- (একহাজার পাঁচশত) মাত্র। |
৭. বৃষ্টির পানি সংরক্ষণ টা:=১০০০/- (একহাজার) মাত্র। |
অধিদপ্তরীয় ম্যাশন ও লেবার দ্বারা উৎপাদিত স্লাব ও রিং এর বিক্রয় মূল্য নিম্নরূপ: |
১. স্লাব প্রতিটি একক দর টা:=২০০/- (দুইশত) মাত্র। |
২. আরসিসি রিং প্রতিটি একক দর টা:=১২৫/- (একশত পঁচিশ) মাত্র। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস