(১) উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য, উপজেলা পরিষদ চেয়ারম্যানের তত্ত্বাবধানেএবং উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে কাজ করবেন।
(২) তিনি উন্নয়ন ও অনুন্নয়নখাতভূক্ত অধিদপ্তরের সকল কার্যক্রমের বাস্তবায়ন, সমন্বয় ও পরিবীক্ষণ এবংউর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রেরণ করবেন।
(৩) উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পানিসরবরাহ ও স্যানিটেশন সম্পর্কিত উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন ওবাস্তবায়নে প্রশাসনিক ও কারিগরী বিষয়ে সহযোগিতা প্রদানসহ ব্যবস্থাপনারদায়িত্ব পালন করবেন।
(৪) সংশ্লিষ্ট উপজেলায় পানির গুণাগুণ পরিবীক্ষণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন।
(৫) পানি সরবরাহ ও স্যানিটেশন সংশ্লিষ্ট তথ্য আহরণ, বিশ্লেষণ/ব্যবহার, সংরক্ষণ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক প্রেরণকরবেন।
(৬) স্যানিটারী লেট্রিন নির্মাণ, স্থাপন, বিক্রয় কার্যক্রমতদারককরণ, বিক্রয়ের অর্থ সংগ্রহ ও সংশ্লিষ্ট সরকারি খাতে জমা প্রদানকরবেন।
(৭) তিনি বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে টিউবওয়েল স্থাপনের কাজ তদারক করবেন।
(৮) তিনি টিউবওয়েল পূন স্থাপন, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ তদারক করবেন।
(৯) তিনি উপজেলার টিউবওয়েল ও স্যানিটারী ল্যাট্রিণের তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ করবেন।
(১০) তিনি উপজেলার টিউবওয়েল ও স্যানিটারী ল্যাট্রিনের ডাটাবেজ প্রস্তুত ও হালনাগাদ করবেন।
(১১) উপজেলা পর্যায়ে জনস্বাস্থ্য প্রকৌশল প্রকৌশল অধিদপ্তরের সামগ্রিক মাঠ প্রশাসন ও কর্ম ব্যবস্থাপনা নিশ্চিত করবেন।
(১২) সরকারি সিদ্ধান্ত মোতাবেক পানিসরবরাহ ও স্যানিটেশন সংশ্লিষ্ট যাবতীয় জরীপ, সমীক্ষা, অগ্রণী প্রকল্পইত্যাদি কর্মকান্ডে অংশগ্রহণ/সক্রিয় সহযোগিতা প্রদান করবেন।
(১৩) সরকারের নির্দেশনা মোতাবেক পানিসরবরাহ ও স্যানিটেশন সংশ্লিস্ট জনসচেতনতামূলক কার্যক্রম, অবকাঠামোসমূহেরনির্মাণ, মেরামত ও সংরক্ষণ, পরিবীক্ষণ ইত্যাদি মানসম্মতভাবে সম্পাদনেরক্ষেত্রে সংশ্লিষ্ট জনবলের জন্য কার্যকরী প্রশিক্ষণ পরিচালনা করবেন।
(১৪) তিনি তার দপ্তরের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার ও প্রয়োগ সম্প্রসারণে সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
(১৫) তিনি সরকার , উপজেলা পরিষদ, নির্বাহী প্রকৌশলী কিংবা অন্য কোন উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়েপ্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস